Definition of Secured Loan in Bengali
Definition (সংজ্ঞা)
একটি ব্যাংক বা অন্য কোন ঋণ-দাতার কাছ থেকে নেয়া একটি ঋণ যেখানে ঋণ-গ্রহীতা একটি সম্পদ বন্ধক হিসেবে রাখে যদি কোন কারণে ঋণটি সম্পূর্ণ পরিশোধ করা না হয় তাকে Secured Loan বা বন্ধকযুক্ত ঋণ বলে।
Definition of Unsecured Loan in Bengali
Definition (সংজ্ঞা)
একটি ঋণ যা প্রদান করা হয় শুধুমাত্র একজন ঋণ গ্রহীতার ঋণযোগ্যতার ওপর ভিত্তি করে, কোন ধরনের বন্ধকের ওপর ভিত্তি করে নয় তাকে Unsecured Loan বা বন্ধকহীন ঋণ বলে। অথবা যে ঋণ একজন গ্রহীতার সুনামের ওপর ভিত্তি করে প্রদান করা হয় এবং কোন বন্ধকের প্রয়োজন হয় না তাকে বন্ধকহীন ঋণ বলা হয়।
Definition of Trade Credit in Bengali
Definition (সংজ্ঞা)
একটি Trade Credit বা বাণিজ্য ঋণ হলো একটি ব্যবসার সাথে অন্য ব্যবসার চুক্তি যেখানে একজন গ্রাহক নগদ পরিশোধ না করে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং পরবর্তী নির্ধারিত একটি তারিখে সরবরাহকারীকে মূল্য পরিশোধ করে।
Definition of Equity Capital in Bengali
Definition (সংজ্ঞা)
কোম্পানিতে কোন প্রকার মালিকানার বিনিময়ে যে তহবিল প্রদান করা হয় তাকে Equity Capital বা শেয়ার মূলধন বলা হয়। শেয়ার মূলধন হলো বিনিয়োগকৃত অর্থ যা ঋণ মূলধনের মতো ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের মধ্যে বিনিয়োগকারীদেরকে পরিশোধ করতে হয় না।
Definition of Debt Capital in Bengali
Definition (সংজ্ঞা)
ঋণ করার মাধ্যমে অর্জনকৃত তহবিলকে Debt Capital বা ঋণ মূলধন বলা হয়। একটি কোম্পানি যে টাকা ব্যাংকসমূহ, বিনিয়োগকারী, প্রভৃতিদের কাছ থেকে ঋণ নেয় এবং যা কোম্পানিটির সর্বমোট মূলধনের একটি অংশ হিসেবে হিসাব করা হয় তাকে ঋণ মূলধন বলে।
Definition of Certificate of Deposit in Bengali
Definition (সংজ্ঞা)
একটি বাণিজ্যিক ব্যাংক বা ব্রোকারেজ ফার্ম কর্তৃক প্রকাশিত সুদ-বহনকারী নোটকে Certificate of Deposit বা জমার সনদ বলা হয়। কোন ব্যক্তি একটি ব্যাংকে, একটি নির্দিষ্ট সময়ের জন্য, একটি নির্দিষ্ট সুদের হারে অর্থ জমা করলে ব্যাংকটি সেই ব্যক্তির প্রতি যে সনদ প্রকাশ করে তাকে জমার সনদ বলে।
Definition of Commercial Paper in Bengali
Definition (সংজ্ঞা)
একটি উচ্চ-ঋণগ্রস্থ বড় কোম্পানিকে দেয়া একটি স্বল্পমেয়াদী ঋণকে Commercial Paper বা বাণিজ্যিক পত্র বলা হয়। কমার্শিয়াল পেপার হলো সাধারণতঃ পরিশোধযোগ্য হিসাবসমূহ এবং স্বল্পমেয়াদী দায়সমূহ অর্থায়নের ও মেটানোর জন্য একটি কোম্পানির দ্বারা প্রকাশিত একটি অনিরাপদ, স্বল্পমেয়াদী ঋণ পত্র ।
Definition of Treasury Bill in Bengali
Definition (সংজ্ঞা)
যুক্তরাষ্ট্রের রাজকোষে একটি ঋণ যার সাধারণতঃ তিন অথবা ছয় মাসের একটি মেয়াদ থাকে তাকে Treasury Bill বলা হয়। মাঝে মাঝে T-bill ও বলা হয়। সরকারী বন্ড বা ঋণ নিদর্শনপত্র যার মেয়াদ এক বছরের কম তাকে ট্রেজারি বিল (বা টি-বিল) বলে।
No comments:
Post a Comment